বাংলাদেশ

হিলিতে পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

১৭ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব পালিত হয়েছে। একদিনের এই মেলার স্টলগুলোতে দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভির। এখানে মোট স্টল রয়েছে ১৯টি। মেয়েদের বিভিন্ন পণ্য ও হরেক রকম পিঠাপুলির আয়োজন ছিল। মেলাটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
শনিবার(১৭ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এই মেলার উদ্ভোধন করেন। দিনাজপুর ওমেন এন্ড ই-কর্মাস টাস্ট(উই) এর আয়োজনে এই মেলা অনুষ্টিত হয়। ঘরে ঘরে নারী উদ্যেগক্তা তৈরীর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান। জেলার প্রত্যেকটি উপজেলায় এই মেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলীসহ নারী উদ্যোগক্তার সকল সদস্যরা।

দিনাজপুর  ওমেন ই- কর্মাস টাষ্ট (উই) এর প্রতিনিধি রেহেনা খাতুন রতনা বলেন, জেলার প্রত্যেকটি উপজেলার নারী উদ্যোগক্তা তৈরীর লক্ষে এই মেলার আয়োজন করা।নারীরা যেন ঘরে বসে না থেকে স্বাবলম্বী হতে পারে তাই এমন আয়োজন করা।

20