বাংলাদেশ

গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড এক্সপ্লোরিং মান্ড এর পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১৫ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরে গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের আয়োজনে এক্সপ্লোরিংএর সিজন- ১ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে নর্থ ওয়েস্ট স্কুল ক্যাম্পাসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে  শাফিনা মুরতাফিয়া নামিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণনারী এসোসিয়েশনের চেয়ারম্যান আরডিআরএস বাংলাদেশের অবসরপ্রাপ্ত পরিচালক মঞ্জুশ্রী সাহা,গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের উপদেষ্টা মোনালিসা রহমান,গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের ফাউন্ডার মুইয মুবাররত, গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াডের কো - ফাউন্ডার  শোয়াইব হক শিবতী সহ শিক্ষার্থী ও অভিভাবক।

এ সময় মঞ্জুশ্রী সাহা বলেন, এটি নিশ্চয়ই ব্যাতিক্রমী উদ্যোগ। যার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে।এমন ছোট ছোট উদ্যোগে অংশ নিলে শিক্ষার্থীদের শেখার গন্ডি প্রসারিত হয়।

13