বাংলাদেশ

খানসামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

১০ মার্চ ২০২৪


| ছবি: 

দিনাজপুরের খানসামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কমল চন্দ্র রায় ও লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।

18