বাংলাদেশ

নাগেশ্বরীতে ফেন্সিডিল ও ইস্কাফসহ মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

১৬ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

নাগেশ্বরীতে ফেন্সিডিল ও ইস্কাফসহ ১ জন মহিলাকে আটক করেছে পুলিশ। আটক আঞ্জুয়ারা বেগম (৪০) উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের এমদাদুল হকের স্ত্রী।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পশ্চিম রামখানা নাগরাজ গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আঞ্জুয়ারাকে তার বাড়ি থেকে আটক করা হয়। পালিয়ে যায় তার স্বামী এমদাদুল হক। উদ্ধার করা হয় তাদের বাড়ির ভিতরের উঠোনের গর্তে দুইটি মাটির কলসে লুকিয়ে রাখা ১টিতে ৯৫ বোতল ফেন্সিডিল ও অপরটিতে ১শত বোতল ইস্কাফ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দেয়া হয়। কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে আটক আঞ্জুয়ারা বেগমকে।

26