বাংলাদেশ

ফুলবাড়ী সীমান্তে চামড়া সহ বিভিন্ন চোরাচালান পাঁচার বন্ধে বিজিবি'র টহল জোরদার

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

১৪ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চামড়াসহ বিভিন্ন চোরাচালান পাঁচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, পাশাপাশি  ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্তে যাতায়াতের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকতে না পারে সে ব্যাপারে বিজিবি'র পক্ষ থেকে প্রতিটি সীমান্তে বসবাসরত সীমান্তবাসীদের সচেতন করা হচ্ছে। এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি'র ব্যাটালিয়নের সহঅধিনায়ক মেজর আসিফ সীমান্তে টহল জোরদারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত গড়িয়ে চামড়া পাচার ও মাদক পাচারসহ বিভিন্ন চোরাচালান বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

11