বাংলাদেশ

খানসামায় দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোজাফ্ফর;সম্পাদক জোনাব

জসিম উদ্দিন, খানসামা   দিনাজপুর

১১ মে ২০২৪


| ছবি: 

দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নব-গঠিত কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ গেট সেরেস্তায় এক বর্ধিত সভায় দলিল লেখক আব্দুল হামিদ (কবিরাজ) এর সভাপত্বিতে মো. আজাহার আলীর প্রস্তাবে ও মো. মফিদুল ইসলামের সমর্থনে মো. মোজাফ্ফর হোসেনকে সভাপতি ও মো. জোনাব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে এ কমিটি গঠন করা হয়।

পরে সহ- সভাপতি পদে রবিউল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মফিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আজাহার আলী, সহ-অর্থ সম্পাদক পদে বিপ্লব কুমার রায়, দপ্তর সম্পাদক পদেখাদেমুল ইসলাম, কার্যকারী নির্বাহী সদস্য পদে আব্দুল হামিদ (কবিরাজ), প্রফুল্ল্যু চন্দ্র রায়, সদস্য পদে আব্দুল সামাদ, মো. আসাদুজ্জামান (আসাদ), জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মমিন, বনমালী দাস, প্রশান্ত রায়, জুয়েল ইসলামকে দুই বছর মেয়াদী এ নতুন কমিটি গঠিত হয়েছে। নব-নির্বাচিত সভাপতি  মো. মোজাফ্ফর হোসেন সরকার জানান, দলিল লেখক সমিতির সাংগঠনিক নিয়মতান্ত্রিক ভাবে কমিটি গঠিত হওয়ায় সাধারণ সদস্যদের মাঝে স্বস্থি বিরাজ করছে। আমরা চাই সকলে মিলে মিশে সংগঠনকে গতিশীল করতে। আমরা সব শ্রেনী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করছি। আমি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালিন অবস্থায় দলিল লেখকদের দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও তাদের অধিকার এবং সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

23