বাংলাদেশ

গাইবান্ধায় ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   গাইবান্ধা

৩১ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধায় ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মিডিয়া সেল বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। আলোচক জেলা বিএনপির সাবেক সাবেক এমপি সাইফুল আলম সাজা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, কামরুল হাসান সেলিম, রাগিব হাসান চৌধুরী প্রমুখ। বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
 

32