বাংলাদেশ

পার্বতীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সোহেল সানী, পার্বতীপুর   দিনাজপুর

০৯ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর  উপজেলা পরিষদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থীর। নির্বাচনী আইন অনুযায়ী কাস্টিং ভোটের শতকরা ১৫ ভাগ না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনিয়া। গত ৫ জুন বুধবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সভাপতি কাজী আব্দুল গফুর, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ হজ্জাজুল ইসলাম ও ওয়াকার্স পার্টির সদস্য আতিকুর রহমান আতিকের জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০১টি ভোট কেন্দ্রে মোট ৮৭ হাজার ৭৬৪টি ভোট পড়ে। সেখানে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক (আনারস) ৭১ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সভাপতি কাজী আব্দুল গফুর (দোয়াত কলম) ৬ হাজার ২২৪ ভোট পেয়ে পরাজিত হন। এর মধ্যে মোঃ হজ্জাজুল ইসলাম (মোটরসাইকেল) ৪ হাজার ৪৩১ ও আতিকুর রহমান আতিক (ঘোড়া) ১ হাজার ৭৫৪ ভোট পান।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বসুনিয়া বলেন, মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৩৫২। এরমধ্যে ভোট পড়েছে ৮৭ হাজার ৭৬৪টি। অর্থাৎ ভোট পড়েছে মাত্র ২৮ দশমিক ৭৪ শতাংশ। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট সরকারি বিধি অনুযায়ী কাস্টিং ভোটের ১৫ শতাংশের কম পাওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

12