বাংলাদেশ

হাতীবান্ধায় ২০১ পরিবার পাবে জমিসহ গৃহ

শাহিনুর ইসলাম প্রান্ত , হাতীবান্ধা   লালমনিরহাট

০৮ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম পর্যায়ে ১৩১টি ও সেনাবাহিনীর মাধ্যমে ২টি জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ৭০টি পরিবারসহ মোট ২০১টি পরিবার পাবেন স্বপ্নের নীড়। ১১ জুন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করবেন। “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে ভূমিহীন পরিবারের জন্য এ “স্বপ্নের নীড়” নির্মান করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স কক্ষে ইউএনও আতিকুল ইসলাম প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিন্ত করেন। সঙ্গে ছিলেন পিআইও মাইদুল ইসলাম শাহ্। ইউএনও আতিকুল ইসলাম এসময় আরো জানান, “বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবেনা।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ১ম পর্যায়ে ৪২৮টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ২১০টি, ৪র্থ পর্যায়ে ২৬৭টি সহ মোট ১২০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতোমধ্যে পূর্ণবাসন করা হয়েছে। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলায় তালিকাভুক্ত ১৩৩৬টি গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হবে। উক্ত কনফারেন্সে হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক কাজী আলতাব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

13