বাংলাদেশ

তিস্তা নদীতে কিশোরের মৃত্যু

রাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ   লালমনিরহাট

১৮ মে ২০২৪


| ছবি: সংগৃহীত


লালমনিরহাট কালীগঞ্জে তিস্তা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে জিহাদ নামে (১৪) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে ) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার তিস্তা পাড়ের এ ঘটনা ঘটে। জিহাদ মিয়া উপজেলার কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে চার বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যান জিহাদ। গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পাননি তার  বন্ধুরা। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক সময় ধরে খোঁজাখুঁজির পরে জিহাদকে অচেতন অবস্থায় পান। পরে তাৎক্ষনিকভাবে পানি থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

257