বাংলাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে দালাল চক্রের ২১ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

১৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীসহ সেবা প্রার্থীদের ভোগান্তিমুক্ত করতে টাউট দালালসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল থেকে প্রায় ৩ ঘন্টা ব্যাপি অভিযান চালান তারা। তালিকায় রয়েছে  দালাল এবং মেডিকেল রিপ্রেজেনটেটিভসহ টানাপার্টির কয়েকজন সদস্য । আটককৃতদের বিরুদ্ধে সেবা প্রার্থী রোগিদের বিভিন্নভাবে হয়রানী করার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।

এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,  কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন,  ইন্সপেক্টর এ.এফ.এম. মনিরুল মন্ডল মনিরসহ অন্যান্য কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, দিনাজপুর জেলা ছাড়াও ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারীসহ আশপাশের এলাকার দরিদ্র রোগীরা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ওইসব দরিদ্র রোগীদের টার্গেট করে বিভিন্ন ক্লিনিকের কর্মীরা হাসপাতালের ভিতরেই রোগীদের নানানভাবে বিভ্রান্ত করে নিজ নিজ ক্লিনিকের ল্যাবে টেষ্ট করানোসহ চিকিৎসার জন্য রোগীদের টেনে নিয়ে যেত। এতে বেশী অর্থ ব্যয় করেও সঠিক চিকিৎসা পেতনা তারা। মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবসহ পর্যাপ্ত চিকিৎসা উপকরন থাকা সত্তেও দালালদের খপ্পরে চিকিৎসা বঞ্চিতসহ প্রতারিত হতো সেবা প্রার্থীরা। পাশাপাশি রোগীদের টানাটানি করে মোবাইল ফোন টাকা পয়সা ছিনিয়ে নিতো কিছু বহিরাগত। এছাড়াও সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গলবার দুপুর ১২ টার পর চিকিৎসকদের সাথে কথা বলার নিয়ম থাকলে তা লংঘন করে প্রতিদিনই চিকিৎসকদের চেম্বারের সামনে জটলা পাকিয়ে চিকিৎসা সেবা প্রাপ্তিতে রোগীদের ব্যঘাত ঘটাতো মেডিকেল রিপ্রেজেনটিভরা। রোগীর প্রাইভেসি নষ্ট করে প্রেসক্রিপশনের স্কিট শর্ট নিত তারা।

46