বাংলাদেশ

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মাহফুজার রহমান, গংগাচড়া   রংপুর

০১ মে ২০২৪


| ছবি: 

 ‘দুনিয়ার মজদুর এক হও , শ্রমিক ঐক্য জিন্দাবাদ ’ এ স্লোগানকে সামনে রেখে  রংপুরের গঙ্গাচড়ায়  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

 বুধবার (১লা মে) গঙ্গাচড়া শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 এসময়  গঙ্গাচড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা রফিকুল আলম বাচ্চা'র  সভাপতিত্বে সভা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না   । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল , গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা ,গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন।আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগ এর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শ্রমিক নেতা জমিদার রহমান টাইগার,সমাজ সেবক ও বিশিষ্ট  ঠিকাদার, রেজাউল করিম সুরুজ, কামেল শেরাফী মাহবুব রাজিব,হাবিবা আক্তার সীমা সহ প্রমুখ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড। অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন এবং নানা কর্মসূচি পালন করেন। 

37