বাংলাদেশ

গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত

অফিস   গাইবান্ধা

০১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিচার্য’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় দুগ্ধ দিবস পালিত হয়েছে। শনিবার গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো. সহীদুল ইসলাম আকন্দ, ডা: মো. রহমতউন নবী, ডেইরী ফার্ম এসোসিয়েশনের জেলা সভাপতি প্রতাপ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সুস্থ্য জাতি গঠনে দুধের কোন বিকল্প নেই। দুধের উৎপাদন, পুষ্টিগুন, দুগ্ধজাত ও দুধের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শিশুদের এক গ্লাস করে দুধ পান করা হয়।
 

16