বাংলাদেশ

নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

১৫ মার্চ ২০২৪


| ছবি: 

দিনাজপুরের নবাবগঞ্জে ইন্টানেট সংযোগ মেরামত কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্টারনেট (ওয়াইফাই) ব্যবসায়ী রাশেদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী উপজেলার দাউদপুর ইউনিয়নের কাঞ্চনডোবা গ্রামের এনামুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে একই ইউনিয়নের মালারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই আরমান আহাম্মেদ বলেন, নিহত রাশেদুল দাউদপুর এলাকায় ইন্টারনেট (ওয়াইফাই) এর ব্যবসা করে আসছিল। সকালে মালারপাড়া বাজারে ইন্টানেট সংযোগ মেরামত করার জন্য বিদ্যুৎ পোলে উঠলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

29