বাংলাদেশ

কিশোরগঞ্জে বড়ভিটা ডাংগা পাড়া সপ্রাবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  

প্রতিনিধি কিশোরগঞ্জ   নীলফামারী

৩০ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বজলুর রহমান নামে এক শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ    উঠেছে। এতে ওই শিক্ষকদের দাবি সম্মানহীন করতে এসব অপপ্রচার করা হয় ৷ তিনি উপজেলার বড়ভিটা ডাংগা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা একটি কাগজে লেখা একটি প্রতিবেদনে তার বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও বরাদ্দের অনিয়ম ও ওই শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর কথা বলা হয়েছে। তবে এসব বরাদ্দের সব কাজেই করেছেন তিনি৷ এতে বরাদ্দ সংশ্লিষ্ট কতৃপক্ষকেও দোষারোপ করা হয় তবে কাজের পরে সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিদর্শন করে কাজ সঠিক পাওয়ায় বিল উত্তোলনের সম্মতি দেয়। আরও জানা যায়, ওই শিক্ষক দীর্ঘদিন দিন ধরে ওই স্কুলে চাকরি করছেন। এতে ওই স্কুলের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা মান উন্নয়ন হয়েছে।নিজের প্রচেষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছেন সুন্দর একটি পরিবেশ।  

ওই বিদ্যায়লের একাধিক শিক্ষক জানায়, আমাদের প্রধান শিক্ষক খুব ভালো মানুষ। তিনি নিয়মিত স্কুলে আসেন তার প্রচেষ্ঠায় আমাদের বিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে যা বরাদ্দ আসে তিনি সবকিছু ভালোভাবে কাজ করেন । এবিষয়ে ওই বিদ্যায়লের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, আমি কখনোই স্কুলের কোন টাকা আত্মসাৎ করিনি। আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলা হয়েছে। আমি স্কুলের উন্নয়নে নিজের সবকিছু দিয়ে কাজ করেছি। আমার বিদ্যালয়ের শিক্ষকেরা জানেন আমি স্কুলের বরাদ্দের টাকা আত্মসাৎ করেনি। আমার নামে এসব অপপ্রচারের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। 

149