বাংলাদেশ

গাইবান্ধায় দুই’শ মেট্রিকটন চাল গম আত্মসাৎ  

অফিস   গাইবান্ধা

০৬ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদাম থেকে  প্রায় ২০০ মেট্রিকটন চাল ও গম আত্মসাতের অভিযোগ উঠেছে সহকারী খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর ওই কর্মকর্তা পলাতক রয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান  জানান, পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে গত ১৯ মে প্রশাসনিকভাবে অন্যত্র বদলি করা হয়। কিন্তু তিনি দায়িত্ব হস্তান্তর করতে অপারগতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে যোগদান থেকে বিরত থাকেন। বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে গত ১৭ মে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাইবান্ধায় পরির্দশনে আসেন। এ  সময় তিনি পলাশবাড়ী খাদ্য গুদামে চাল ও গমের বস্তার গড়মিল দেখতে পান। পরে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক শাকিব রেজোয়ানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে খাদ্য গুদামে ১৩১ মেট্রিকটন চাল ও ৬৮ মেট্রিকটন গম ঘাটতি পায় ওই তদন্ত কমিটি। যার আনুমানিক মুল্য ১ কোটি ২৯ লাখ টাকা। এঘটনায় ৪ জুন অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিনি কর্মস্থল থেকে পলাতক রয়েছেন।  বর্তমানে মামলাটি তদন্তের জন্য রংপুর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

36