বাংলাদেশ

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটি গঠিত 

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০৮ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

শুক্রবার রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে নির্বাচনী ফলাফল শনিবার ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়াম্যান সাইফুল ইসলাম। সিটি বাজার ব্যবসায়ী কমিটিতে মোস্তফা কামাল সভাপতি ও মাসুম মিয়া সাধারণ সম্পাদক  পদে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপত লুৎফর রহমান মুন্সি,  সহ সভাপতি সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক নুর ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আলমগীর,  ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দিতায়),  ক্রীড়া সম্পাদক গোলজার হোসেন,  দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন বিটু নির্বাচিত হন। সদস্য ব্লক নং (১) কাজী কোটন (বিনা প্রতিদ্বন্দিতায়),  সদস্য ব্লক নং (২) মহুজার রহমান মহু, সদস্য ব্লক নং (৩) খোকন ইসলাম,   সদস্য ব্লক নং (৪) যাদু মিয়া,   সদস্য ব্লক নং (৫) শহীদ, সদস্য ব্লক নং (৬)  আলহাজ্ব দুলাল মিয়া।  এ সময় উপস্থিত ছিলেন  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব  আব্দুল মতিন,  অর্থ বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ,  সদস্য  মাওলানা তাজুল ইসলাম, সাদিকুল ইসলাম সাদিক,  প্রিজাইডিং অফিসার  আব্দুর রহমান বাপ্পী।

9