বাংলাদেশ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

১৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, ডা: মো. মাহফুজার রহমান, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা করে ওইসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। শহরের যানজট সমস্যা সমাধানে ফোরলেনের কাজের বাধা দুর করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় জেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধান এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

22