বাংলাদেশ

রৌমারী দূর্ভোগ থেকে রেহাই পেয়ে এমপিকে ধন্যবাদ

জিতেন চন্দ্র দাস, রৌমারি   কুড়িগ্রাম

২৪ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

অবহেলিত ও পিছিয়ে পড়া গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে কাজ করায় ২৮, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশকে ধন্যবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার মেম্বারপাড়া জামে মসজিদে জুমআ নামাজের পর সংসদ সদস্যের জন্য দোয়া ও ধন্যবাদ জানান তারা। পরে ওই মসজিদে সেলিং ফ্যান, ইমাম ও মোয়াজিন এর জন্য পাঞ্জাবি দেন এমপির প্রতিনিধি।  এরপরে বাগুয়ারচর মেম্বারপাড়া গ্রামের অবহেলিত রাস্তাটি আরসিসি (ঢালাই) করায় এলাকার মানুষ সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, মসজিদের সভাপতি সামছুল আলম, মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো: আবেদ আলী, মোয়াজিন জাহাঙ্গীর আলম। স্থানীয় মজিবুর রহমান, সাবেদ আলী, আনছার আলী আব্দুল বাতেন ও বাহার আলী জানান, দীর্ঘদিন থেকে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে অত্র এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়েন। বিষয়টি সংসদ সদস্যের নজরে আসলে তিনি রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পাকা রাস্তা পেয়ে এলাকার মানুষ অনেক খুশি।

50