বাংলাদেশ

স্ত্রীকে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে পলাতক স্বামী গ্রেফতার

মাহফুজার রহমান, গংগাচড়া   রংপুর

০৬ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

রংপুরের গংগাচড়া মডেল  থানা পুলিশের অভিযানে স্ত্রীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার। 

গত মঙ্গলবার  পারিবারিক কলহের  জের ধরে আলমবিদিতর ইউপির ব্রমোত্তর বালাপাড়া  গ্রামে  নিজ বসতবাড়িতে শয়ন গৃহে গৃহবধূ শুকতারাকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় ঘাতক স্বামী মাহবুব হাসান রাহাত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায়  তার লাশ উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,০৫ জুন  বুধবার বিকালে গংগাচড়া মডেল থানার একটি চৌকস টিম ,অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল রংপুর  মহোদয়ের প্রত্যক্ষ সহযোগিতায় এবং আমার নেতৃত্বে ,এসআই শাহরিয়ার, এস আই রেজায়ে রাব্বি,এস আই জিল্লুর, এস আই জনক রায়   বড়বিল ইউপির বাগপুর বাজারের উত্তর পার্শ্বে  পাকা রাস্তার উপর হতে ঘাতক স্বামী মাহবুব হাসান রাহাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

140