বাংলাদেশ

পার্বতীপুর পৌর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থী ৩

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

০৭ মার্চ ২০২৪


| ছবি: 

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার কাউন্সিলর পদে উপনির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তাঁরা। উপ-নির্বাচনে আওয়ামীলীগ ঘরানার একজন, বিএনপি ঘরানার একজন ও স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আগামীকাল শনিবার (৯ মার্চ) উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপনির্বাচনে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন মো. আবুল কালাম আজাদ, রেজবাউল ইসলাম টুকুন ও মতিয়ার রহমান। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ১ হাজার ২৮৪ জন।  পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান বসুনীয়া বলেন, আগামীকাল শনিবার (৯ মার্চ) ইভিএমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্সিলর পদের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম গত বছরের ৪ জুলাই মারা যান। এরপর কাউন্সিলরের পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আর এই শূন্য পদেই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

31