বাংলাদেশ

ফুলবাড়ীতে বিধি মোতাবেক মৎস্য হাট-সেড ৫১ হাজার টাকায় নিলাম সম্পুর্ণ

অনিল চন্দ্র রায়,ফুলবাড়ী   কুড়িগ্রাম

০৬ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী বালারহাট বাজারের পুরোনো মৎস্য হাট সেডটি সরকারি বিধি মোতাবেক ৫১ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে।

বিধি মোতাবেক নিলাম কমিটির আহবায়ক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীসহ স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিলামের কার্যক্রম পরিচলনা করেন। 

 

এ সময় রেজাউল ইসলাম বন্ধন, ভারত চন্দ্র রায়, হামিদুল ইসলাম হিমু, মানিক মিয়া বাবু,  ও কৃষ্ণ চন্দ্র রায় পুরোনো মৎস্য হাট সেড নিলাম অনুষ্ঠানে ৪ হাজার ৯৫১ টাকা জামানত দিয়ে অংশ গ্রহন করেছেন। পরে ৫ জন অংশ গ্রহনকারির মধ্যে সরকারি বিধি মোতাবেক ভারত চন্দ্র রায়কে ৫১ হাজার টাকায় পুরোনো মৎস হাট সেডটি নিলাম দেয়া হয়েছে।

 

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পরিষদের হলরুমে নিলাম ডাকের আয়োজন করা হয়। নিলাম কমিটির সদস্য  উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মাসুদ রানার সম্মতি ক্রমে নিলাম কমিটির আহবায়ক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী নিলামের কার্যক্রমের  আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, বালারহাট বাজারে ইজারাদার আনিসুর রহমান বাবু, নাওডাঙ্গা ইউনিয়ন সচিব মাহমুদুল হাসান লিখন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মানিক মিয়া বাবু, ছাত্রলীগের সভাপতি কৃষ্ণ চন্দ্র রায় ও সাধারণ আল ইমরান হাসান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, শ্যামল চন্দ্র মন্ডল, মহির উদ্দিন ও আয়াজ উদ্দিন প্রমুখ। 

 

নওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে সরকারি বিধি মোতাবেক বালারহাট বাজারের পুরোনো মৎস্য হাট সেডটি ৫১ হাজার টাকায় স্থানীয় ভারত চন্দ্র রায় নিলামের মাধ্যমে হাটসেডটি নিয়েছেন। নিলাম কারি আগামী ৭ দিনের মধ্যে মৎস হাটসেডের সমস্ত স্থাপনা নিয়ে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। 

52