বাংলাদেশ

  উলিপুরে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি

প্রতিনিধি উলিপুর   কুড়িগ্রাম

১৪ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

'উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ' এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা চত্ত্বরে প্রদক্ষিণ করে। উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আতাউর রহমান,  দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মামুন আলী মণ্ডল, সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রমুখ। এ সময় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় উলিপুর সরকারি বালিকা উচ্চা বিদ্যালয়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উলিপুর সরকারি বালিকা উচ্চা বিদ্যালয় ও রানার আপ থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়।
 

24