বাংলাদেশ

গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

শাহাদত হোসেন মিশুক   গাইবান্ধা

৩১ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সমানে রেখে গাইবান্ধায়  বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধা জেলাা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন । সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান  মওদুদ আহমেদের  সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা  মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নুরুল আহমেদ জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউনেন্ডশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, ধুমপান ও তামকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন ও বিধিমালা সম্পর্কে জনগনকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে। পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধুমপান মুক্ত করনের আহবান জানান। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। 

30