বাংলাদেশ

পাটগ্রামে উন্নয়নে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ছিটমহলবাসীর 

নিজস্ব প্রতিবেদক   লালমনিরহাট

০৯ মার্চ ২০২৪


| ছবি: 

লালমনিরহাটের পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলে ব্যাপক উন্নয়ন করায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে পুনরায় সরকার গঠিত হওয়ায় সারা দেশের বিলুপ্ত ছিটমহলের নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানিয়ে সভা করেছেন। শনিবার দুপুরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বিলুপ্ত বড় খেঙ্গির ছিটমহলের মুজিব-ইন্দিরা নগরে বিলুপ্ত ছিটমহল সমন্বয় কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিলুপ্ত ছিটমহল সংগঠনের সভাপতি কবি গোলাম মতিন রুমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম খোরশেদ রেজা প্রমুখ।
কৃতজ্ঞতা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ছিটমহল বিনিময় করা সম্ভব হয়। এতে ৬৮ বছর পর ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়। সভায় ছিটমহল বিনিময়ের ৯ বছরে সরকারি উদ্যোগে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন অতিথিবৃন্দ। 

20