বাংলাদেশ

এপেক্স ক্লাব কুড়িগ্রামের বৃক্ষরোপন

আবুল কুদ্দুস চঞ্চল, নাগেশ্বরী   কুড়িগ্রাম

০৬ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী পালন করেছে এপেক্স ক্লাব কুড়িগ্রাম। বৃহস্পতিবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতন চত্বরে এ কর্মসুচী পালন করা হয়। বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চাড়া রোপন করে এর উদ্বোধন করেন এপেক্স ক্লাব কুড়িগ্রামের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মশিউর রহমান ও সুখাতী উচ্চ বিদ্যা নিকেতনের সহাকারী প্রধান শিক্ষক শাহজাহান আলী। উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অধ্যক্ষ আব্দুর রহিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাষক এপেক্সিয়ান আমিনুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর সংবাদকর্মী এপেক্সিয়ান কীর্ত্তিকা সেন বিল্টু, প্সার্জেন্ট এন্ড আর্মস প্রধান শিক্ষক এপেক্সিয়ান রিয়াজুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মঞ্জুরুল ইসলাম, নাগেশ্বরী সরকারী কলেজ প্রভাষক ফজলুল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক। পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চাড়া দেয়া হয়।

14