বাংলাদেশ

বেড়েই চলছে কাঁচা মরিচের দামের ঝাঁঝ

সোহানুজ্জামান সোহান, ঘোড়াঘাট   দিনাজপুর

২০ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েই চলছে কাঁচা মরিচের দামের ঝাঁঝ। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। এতে বিপাকে পড়েছে মধ্যবৃত্ত ও খেটে খাওয়া মানুষেরা। উপজেলার বিভিন্ন হাটবাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, গত ১ সপ্তাহ আগে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও গত শুক্রবার থেকে প্রতি কেজি ১২০ টাকা দরে বৃদ্ধি হয়েছে। রাণীগঞ্জ হাটে বাজার করতে আসা হাসান আলী নামের এক ক্রেতা বলেন, গত মঙ্গলবার  ২৫০ গ্রাম কাঁচা মরিচ ১৫ টাকা কিনেছি যা আজকে ৩০ টাকা। যা কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মাল বিক্রেতা রেজা মোহাম্মদ বলেন, আজ ৩০ টাকায় ২৫০ গ্রাম কিনতে পারতেছেন কিন্তু আগামীকাল হয়তো ৫০ টাকায় কিনতে হবে। শেষ পর্যন্ত যে এই কাঁচা মরিচের দামের রূপ আরও কত বদলাবে তা বলা মুশকিল। উপজেলার ওসমানপুর বাজারের কাঁচা মাল বিক্রেতা আতিয়ার রহমান জানান, গতকাল রবিবার কাঁচা মরিচ কিনেছি ৫ হাজার টাকা মণ যা আজ সোমবার ৩ হাজার ৮ শত টাকায় নেমে এসেছে।  

কাঁচা মাল বিক্রেতা আতিয়ার জানান, টানা কয়েক দিনের তিব্র তাপ প্রবাহ চলায় জমিতে মরিচ গাছ মরে যাচ্ছে। এছাড়াও বর্তমানে কাঁচা মরিচের মৌসুম শেষের দিকে। তাই কৃষকরা এই প্রখর রোদে জমিতে মরিচ পাকিয়ে এরপর তুলে শুকে রাখছে। ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ায় দামও বেড়েই চলছে দিনের পর দিন। 

64