বাংলাদেশ

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

প্রতিনিধি কিশোরগঞ্জ   নীলফামারী

৩১ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়। তবে এ ঘটনার পরে ওই পরিবারের লোকজন পলাতক রয়েছে।বৃহস্পতিবার( ৩০মে) সকালে উপজেলার পুটিমারী ইউপি'র কিশামত ধাইজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার কাঠ মিস্ত্রী আতিকুল ইসলামের স্ত্রী ও তেরো মাস বয়সী এক ছেলে সন্তানের জননী। 

নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, মাঝরাতে সুমির শ্বশুর তার মাকে ফোন করে জানায় তার মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তার মা  ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তারা জানায় আত্মহত্যা করেছে।আবার কখন বলছে বিদুৎ পড়ছে কিন্তু নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে কারণ জানতে চাইলে তা না জানিয়ে পরিবারের লোকজন নিহতের তেরো মাস বয়সী এক সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মা শবিতন বেগম বলেন, মাঝরাতে আমার বেয়াই আমাকে ফোন করে জানায় আমার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের লাশ বিছানায় পরে আছে তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে।পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আমি এর বিচাই চাই।  এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্বতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে । একটি ইউডি মামলা করা হয়েছে।

20