বাংলাদেশ

মে দিবস উপলক্ষে হিলিতে লেবার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছামিউল ইসলাম আরিফ, হিলি   দিনাজপুর

০১ মে ২০২৪


| ছবি: 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে লেবার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার ডিগ্রি কলেজ মাঠে সমাজ সেবক জাবেদ হোসেন রাসেলের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দুটি দল অংশগ্রহন করেন। একটি  অটো রিকশা শ্রমিক বনাম পানামাপোট শ্রমিক। খেলা শেষে টাইব্রেকারে ০-১ গোলে অটো রিক্সাচালক শ্রমিকদের পরাজিত করে পানামাপোর্ট শ্রকিকরা জয়লাভ করেন।


খেলা শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও পরাজিতদের ৫ হাজার টাকা হাতে তুলে দেন জাবেদ হোসেন রাসেল।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর জেলার আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান , সাবেক মেয়র কামাল হোসেন রাজসহ আরও অনেকে।

আয়োজক জাবেদ হোসেন রাসেল বলেন, আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের নিয়ে একটি খেলার আয়োজন করা হয়েছে। তারা সবসময় কাজের মধ্যে থাকে তাদের একদিন বিনোদন দিতে এই আয়োজন।

32