বাংলাদেশ

ইউপি সদস্যকে ধাওয়া, প্রতিবাদে মোহনগঞ্জে মানববন্ধন

প্রতিনিধি রাজীবপুর   কুড়িগ্রাম

১২ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

নির্বাচন পরবর্তী ‘প্রতিশোধমূলক’ হামলা ও নির্যাতন বন্ধ করে সদর উপজেলায় অবাধ যাতায়াতের সুযোগ চেয়ে মানববন্ধন করেছে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোহনগঞ্জ ইউনিয়নবাসী। বুধবার (১২ জুন) সকাল ১১ টার দিকে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মোহনগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আরিফুল কবির তালুকদার রানা প্রার্থী হন। মোহনগঞ্জবাসী তার সমর্থনে নির্বাচনে কাজ করে। কিন্তু তিনি পরাজিত হওয়ায় বিজয়ী চেয়াম্যান প্রার্থী শফিউল আলমের কর্মী সমর্থকরা মোহনগঞ্জবাসীকে উপজেলা সদরে প্রবেশে বাধা দিচ্ছে। প্রাণনাশের হুমকি সহ নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ কনে বক্তারা। 

বক্তারা আরও বলেন, গত সোমবার (১০ জুন) সকালে  মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহ আলম রাজিবপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গেলে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের কয়েকজন অনুসারী শাহ আলমকে ধাওয়া করে। তিনি কোনও রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন। মূলত নির্বাচনে প্রতিপক্ষের হয়ে কাজ করায় ওই ইউপি সদস্যকে ধাওয়া করা হয়। বক্তারা উপজেলা সদরে সর্বসাধারণের নির্বিঘেœ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জিহাদি, আওয়ামী লীগের নেতা হারুন অর-রশীদ, ইউপি সদস্য শাহআলম সহ স্থানীয় বাসিন্দারা।

16