বাংলাদেশ

সৈয়দপুরে নামাজে সিজদারত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

১৪ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

নীলফামারীর সৈয়দপুরে মসজিদে ফজরের নামাজে সিজদারত অবস্থায় ভোলা  কোরাইশী (৫৫) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেরুয়ারি)  শহরের বাঁশবাড়ি জামে রিজবিয়া মসজিদে মৃত্যু ঢ়টে তাঁর। তিনি ছিলেন বাঁশবাড়ি পুরাতন কিলখানা রোডে বাসিন্দা মৃত. খয়রাতি কোরাইশীর  ছেলে এবং সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি  মো. নাদিম ওরফে ছটু কোরাইশীর বড় ভাই। জামেয়া রিজবিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফি জানান, ভোলা  কোরাইশী জামে রিজবিয়া মসজিদের পাঁচ ওয়াক্তের মুসল্লী ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার ফজরের আযানের পর পরই নামাজ আদায়ের জন্য  মসজিদে আসেন তিনি। তিনি ফজর নামাজ পড়তে মসজিদে এসে সুন্নাত নামাজ আদায় করছিলেন। তিনি নামাজে সিজদায় গেলেও সিজদাহ  থেকে আর উঠেন নি। পরে ফজর নামাজ শেষ হওয়ায় সিজদাহ েেথকে না ওঠায় অন্যান্য মুসল্লীরা তাঁকে উঠাতে  গিয়ে দেখেন তিনি আর নেই। মসজিদে সিজদাহরত অবস্থায় মুসল্লী  ভোলা  কোরাইশীর  মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া  নেমে আসে।
 সিজদায় মৃত্যুবরণ করা ভোলা কোরাইশীর স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। 
 জানাজার নামাজ বাদ এশা জামে রিজবিয়া মসজিদে আদায় করা হয়। পরে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। 
 

26