বাংলাদেশ

কিশোরগঞ্জে গাড়াগ্রাম সপ্রাবিতে একশিক্ষার্থীর পাঠদানে পাঁচ শিক্ষক

প্রতিনিধি কিশোরগঞ্জ   নীলফামারী

২৮ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর গাড়াগ্রাম  পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষার্থী বিপরীতে রয়েছে পাঁচ জন শিক্ষক। অথচ নিয়মিত উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ৪৪জন।সোমবার (২৭ মে) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সহকারী শিক্ষক রেজাউল করিম অলস সময় পাড় করতে অফিস কক্ষে বসে আছেন। প্রধান শিক্ষক  আনছার আলী স্কুলের মাঠে পায়চারী করছেন। সে সময় পর্যন্ত একজন শিক্ষার্থীও স্কুলে আসেনি। সাংবাদিকরা স্কুল মাঠের খরের স্তুপ ও বারান্দা এবং ক্লাস রুমে ধান রাখার স্তুপের ছবি তুলতে গেলে প্রধান শিক্ষক চটে যান। উচ্চ সরে বলতে থাকেন কাউকে ক্লাস রুমে ধান রাখার অনুমতি আমি দেইনি। সেই সময় ঘড়িতে ১১টা বাজে সহকারী শিক্ষিকা তৃপ্তি রানী স্কুলে  আসেন। তার দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি নানান সমস্যার কথা তুলে ধরেন।  কথা  বলার ফাকে প্রায় সাড়ে ১১ টার দিকে  চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী লামিয়া জান্নাতি চারুকলা বিষয়ে পরীক্ষা দিতে আসেন। স্কুলে শিক্ষার্থী নেই কেন জানতে চাইলে প্রধান শিক্ষক আনছার আলী নানান খোড়া অজুহাত দেখাতে থাকেন 

আমাদের স্কুলের ছাত্র -ছাত্রীদের কে মাদ্রাসার মৌলভীরা নিয়ে গেছে ধান কুড়াতে গেছে তবে তিনি শেষে স্কুলের করুণ পরিস্থিতি ২৩ সাল থেকে চলমান এ কথা স্বীকার করে বলেন আমার চাকরি আর মাত্র ২ মাস বাকী আমাকে একটু সহযোগিতা করেন। পাশাপাশি অত্র  ইউনিয়নের পশ্চিম গনেশ শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও একই অবস্থা ১২ টার দিকে  গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক অজিত চন্দ্র সরকার  ৪র্থ শ্রেণির ২ জন এবং ৫ম শ্রেণির ২জনের  সামনে বসে থেকে পরীক্ষা গ্রহণ করছেন।  ওই স্কুলের ক্লাস্টার অফিসার ফারুক হোসেন উঃ গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রধান শিক্ষক কে অফিসে আসতে বলেছি ৩ দিনের মধ্যে যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলে ভালো না হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে। উপজেলা শিক্ষা অফিসার নুর মহাম্মদ বলেন ঘটনার সত্যতা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে । 

185