বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে বিপি ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক   কুড়িগ্রাম

২৩ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন তথা বিপি ডে পালন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিপি ডে পালনের আয়োজন করে। বিপি ডে উপলক্ষে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে এসে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার ক্রীড়া শিক্ষক ময়নাল হক, উপজেলা শাখার কমিশনার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, উপজেলা স্কাউটস সহ-সভাপতি যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী,  ইন্সট্রাক্টর আতিকুর রহমান ও ভূরুঙ্গামারী মডেল স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আল মাহমুদ, উপজেলা কাব লিডার চৌধুরী শারমিন শামস মনি, সহ-কমিশনার খোরশেদ আলম, কার্যকরী সদস্য শিংঝাড় দাখিল মাদরাসার ক্রীড়া শিক্ষক গনেশ চন্দ্র প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

33