বাংলাদেশ

ফুলছড়িতে নিরাপদ বিদেশযাত্রার সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রতিনিধি ফুলছড়ি   গাইবান্ধা

১৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে মানবপাচার প্রতিরোধে নিরাপদ বিদেশযাত্রা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়িত প্রোসপারিটি প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে নিরাপদ বিদেশযাত্রা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম এর সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইসতিয়াক আহমদ, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আব্দুর রহিম, সহকারী পরিচালক নেসারুল  হক, গাইবান্ধা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ, আল ফারুক মুরাদ প্রমুখ। ক্যাম্পেইনে উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী, প্রোসপারিটি প্রকল্পের সিবিও সদস্য ও এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এডব্লিউও ইন্টারন্যাশনাল ও বিএমজেড এর সহযোগিতায় প্রকল্পটি গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। 

ক্যাম্পেইনে নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

49