বাংলাদেশ

গাইবান্ধায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ পালন

অফিস   গাইবান্ধা

০৯ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক স্লোগানে জাতীয় ভূমিসেবা সপ্তাহ গাইবান্ধায় পালিত হয়েছে। এ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে বল্লমঝাড় বাজারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান। এসময় উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বনি ইসরাইল খানসহ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে জানানো হয়,  জমি কেনার পর তা সঙ্গে সঙ্গেই খারিজ করে নিতে হবে। নিয়ম মাফিক খাজনা পরিশোধ করতে হবে। এখন ভূমি অফিসে না গিয়েই অনলাইনের মাধ্যমে ভূমি অফিসের সেবা পাওয়া যাচ্ছে। এতে করে মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। বর্তমানে ছয়টি জেলায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) নামে একটি জরিপ পরিচালিত হচ্ছে। যা আগামীতে গাইবান্ধাসহ সারাদেশের বাকি জেলাগুলোতে পরিচালিত হবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোনভাবেই এই বিডিএস জরিপ মিস করা যাবে না। ঝামেলা এড়াতে আপনার জমি-জমার সকল কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত হতে বলা হয় কর্মসূচি থেকে। 

29