বাংলাদেশ

পীরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি কামরুজ্জামান সম্পাদক হিরু

নিজস্ব প্রতিবেদক   রংপুর

২৫ এপ্রিল ২০২৪


| ছবি: 

"দুঃশাসন হটাও,ব্যবস্থা বদলাও,বিকল্প গড়ো দুর্নীতিমুক্ত উপজেলা চাই" এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সম্মেলন বৃহস্পতিবার পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ও দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযুদ্ধা কমরেড শাহাদাত হোসেন। এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পীরগঞ্জ উপজেলা কমিটি সহকারী অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা কমিটি এড.আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার, বাংলাদেশ কৃষক সমিতি সভাপতি রংপুর জেলা কমিটি কমরেড আমজাদ হোসেন, সাবেক সভাপতি বর্তমান সভাপতি তেল, গ্যাস, খনিজ, সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির এড.কাজী লুমুম্বা লুমু, ক্ষেত মজুর নেতা বীর মুক্তিযুদ্ধা মোখলেছুর রহমান এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তারা বর্তমান সরকারের নীতির কঠোর সমালোচনা করে দ্রব্য মূল্যের উর্ধগতি পল¬ী বিদ্যুৎতের মিটার ভাড়া বন্ধ পীরগঞ্জ পৌরসভায় বিভিন্ন রিকশা ভ্যানের অবৈধ চাঁদা উত্তলন বন্ধ, বিভিন্ন সরকারি অফিসে সাধারণ জনগণের হয়রানি বন্ধ, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। উপজেলার খাস জমি জলাশয়গুলো ভূমিহীনদের সমহারে বন্টন করে দেওয়া, ফসল উৎপাদন করে বিক্রির সময় সিন্ডিকেট বন্ধ করাসহ নানা দাবি উত্থাপন করেন। সম্মেলনের দিত্বীয় সেশনে গত কমিটির রির্পোট উত্থাপন করে তার সংযোজন ও বিয়োজন করা হয় এবং সর্ব সম্মতিক্রমে সহকারী অধ্যাপক কামরুজ্জামানকে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এড.আবু সুফিয়ান হিরুকে করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শেষে পীরগঞ্জে ঐতিহ্যবাহী "সাম্য খেলাঘর" আসরের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

25