বাংলাদেশ

পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ 

মাহফুজ ইসলাম বকুল   লালমনিরহাট

১৪ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দেওডোবা গ্রামে ১৪ জুন ২০২৪ সালে শুক্রবার রাত ৩ টায় পূর্ব শত্রুতার জেরে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের দেওডোবা নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মৎস্যচাষি সুমন মিয়া (৩৮) হোসেন ৪ টি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আরছেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন। 
ভুক্তভোগী সুমন মিয়ার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ভোলা মিয়া(ঘটক) ও তার ছেলে শাহিন মিয়া সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। ওই সময় পুকুরে পাহারা দেওয়ার সময় শব্দ হলে লাইট জ্বালিয়ে পাহারাদার সাগর ও মাজেদুল দেখেন ভোলা ও তার ছেলে শাহিন বিষ প্রয়োগ করে পালিয়ে যাচ্ছে। এতে ১৫৪ শতক জমির পুকুরে থাকা ৩০ মণ মাছ মারা গেছে। এবং অপর আর একটি ১০ শতক জমিতে থাকা পুকুরে ছোট পোনা প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা গেছে।আমি আদিতমারী থানায় অভিযোগ করেছি এবং মৎস্য কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি । আমি এর বিচার চাই। সঠিক বিচার আর ক্ষতিপূরন না পেলে আমি নিঃস্ব হয়ে যাব। পাহারাদাররা বলেন, রাত ৩ টার সময় পুকুরের হাঁসের ঘরের ওখানে শব্দ শুনতে পাই। ওখানে গেলে দেখি ২ জন মানুষ পুকুরে কি যেনো দিচ্ছে। আমাদের দেখে পালাতে গেলে আমরা লাইট জ্বালাই লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাই ভোলা মিয়া(ঘটক) ও তার ছেলে শাহিন মিয়া পালাচ্ছে আমাদের দেখে। পরে বিষয়টি পুকুরের মালিককে জানাই। আমরা তাদের বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। এলাকাবাসীরা বলেন, সুমন ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা প্রায় সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আদিতমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ উন নবী বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

29