বাংলাদেশ

কালীগঞ্জে ট্রেনের সামনে ঝাপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাহেবুল ইসলাম টিটুল, কালীগঞ্জ   লালমনিরহাট

৩০ মে ২০২৪


| ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আয়শা সিদ্দিকা আঁখি নামে এক তরুণী (১৯) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আয়শা সিদ্দিকা আঁখি উপজেলার কাশীরাম গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ ঘনশ্যাম এলাকা অতিক্রম করছিল। এ সময় সে রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

33