বাংলাদেশ

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে  জরিমানা ৯ হাজার

নিজস্ব প্রতিবেদক   রংপুর

২২ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রাণী পশু খাদ্য বিক্রয় সহ ড্রাগ লাইসেন্স অনুমোদনহীন দীর্ঘদিন ধরে ওষুধ সামগ্রী বিক্রি সহ নানা অনিয়মে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণী সম্পদ দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ বিধিমালা ২০১৩ অনুযায়ী  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।ওই সময় শাহীন ট্রেডার্সকে ৫ হাজার, তুরফা ফার্মেসীকে ৩ হাজার ও হক ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফজলুল করিম, সার্বিক সহায়তা আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ হোসেন, মামুনুর রশিদ প্রমুখ। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম জানান, বাজারের ৩টি পশুখাদ্যের দোকান ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বাজার মনিটরিং  করা হয়েছে। এসময় তাদের জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।

29