বাংলাদেশ

কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারুল মায়া তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত

সাইফুল ইসলাম,কাউনিয়া   রংপুর

০৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন রংপুরের কাউনিয়ায় আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া (মোটর সাইকেল)  ৬০ হাজার ৭শ ৮৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক (আনারস) পেয়েছেন ৪৮ হাজার ৬শ' ১৬ ভোট।   

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ মনজুদার রহমান (টিউবওয়েল) ৫৪ হাজার ৯শ'৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পিন্টু (চশমা)পেয়েছে ১৭ হাজার ৩শ'৭৮ ভোট।  

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রওশনারা বেগম (হাঁস) ৩৯ হাজার ৩শ'৩৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আগুরা বেগম(ফুটবল)  পেয়েছেন ২৪ হাজার ৯শ'৪৬ ভোট। 

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জিয়াউর রহমান বুধবার রাত সাড়ে দশটার দিকে ৯৩ টি কেন্দ্রের  চুরান্ত ফলাফল ঘোষণা করেন। 

 ভোট গ্রহন কালে ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকালের দিকে হঠাৎ করে  গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি কিছুটা  কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মতো, তবে বেশীর ভাগ কেন্দ্রে পুরুষ ভোটারের লাইন চোখে পরেনি। ভোট চলা কালে বিজিবি, র‌্যাব, পুলিশ, রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে। ভোটারা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে রাস্তার মোড়ে মোড়ে শ্লোগান দিতে দেখা গেছে।  বুধবার সকাল ৮ থেকে  ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কাউনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে  ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

28