বাংলাদেশ

ঝড়ে রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতিবেদক   রংপুর

৩১ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের দুইটি টিনসেড  শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৯মে) রাতের হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষের উপরের টিন উরে গেছে। এতে শ্রেণি কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। বৃহস্পতবিার সরেজমিনে গিয়ে দেখা যায় রাত অনুমানিক ২ টার দিকের হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাদের টিন উড়ে গছে। এবং কিছু টিন ছাদে এলোমেলোভাবে পড়ে রয়েছে। সকালে বিদ্যালয়ে ক্লাস করতে আসা ছাত্রছাত্রীদের ফেরত পাঠানো হয়েছে। বিদ্যালয়ের নৈশ্য প্রহরি ইউনুস আলী জানান গত বুধবার রাত ২ টার দিকের হঠাৎ ঝড়ে বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাদের টিন উড়ে যায়। এতে শ্রেণিকক্ষের ভিতরে পানি প্রবেশ করে চেয়ার টেবিল বেঞ্চ ভিজে গিয়েছে। এবং টিন পড়ে বেঞ্চ ভেঙ্গে গেছে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম কাজল জানান, ঝড়ে শ্রেণিকক্ষ দুটির অনেক ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে বসে ক্লাস করার অবস্থা না থাকায় তাদের ক্লাস নেয়া সম্ভব হয়নি। আবার বৈরি আবহাওয়ার কারণে মাঠেও ক্লাস নেয়া সম্ভব হচ্ছেনা। তাই ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর পাঠদান বন্ধ রাখা হয়েছে। শ্রেণিকক্ষ দুটির দ্রুত মেরামতের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হচ্ছে। 
 

97