বাংলাদেশ

আরপিএমপি কোতয়ালী থানার ওসির পিপিএম পদক লাভ

নিজস্ব প্রতিবেদক   রংপুর

০১ মার্চ ২০২৪


| ছবি: 

পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক ‘পিপিএম’ এ ভূষিত হয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোন্তাছের বিল্লাহ্। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ পদক পরিয়ে দেন। পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় পদক প্রদানের রীতি অনুযায়ী এ পদক দেওয়ার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরই অংশ হিসেবে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম মোন্তাছের বিল্লাহ্ এ পদক পান। পদক প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আলহামদুলিল্লাহ পেশাগত জীবনের প্রথম বড় সফলতা। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া চাই। মহান সৃষ্টিকর্তা ও মা বাবার দোয়ায় পিপিএম-সেবা পেয়ে সৃষ্টিকর্তা, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং বিশেষ করে সিনিয়র  অফিসাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

24