বাংলাদেশ

নবাবগঞ্জের আশুড়ার বিলে বনভোজনে রিক্সা ও ভ্যানচালক শ্রমিকদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক   দিনাজপুর

০২ মার্চ ২০২৪


| ছবি: 

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতন্ত অঞ্চলে বাহন হিসেবে রিক্সা ও ভ্যান ব্যাপক জনপ্রিয়। বিপুল পরিমান জনগোষ্টী রিক্সা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাদের বেশির ভাগই নিম্নবৃত্ত। তাদের  সংসার চালাতে হিসসিম খেতে হয়। জীবিকার তাগিদে তাদের আনন্দ করার কোন সময় থাকেনা। প্রত্যাশা থাকলেও কখনও যাওয়া হয়না বনভোজন বা পিকনিকে। তাদের একটি দিন আনন্দে ভরিয়ে দিতে নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাড়ী আশুড়ার বিলে তাদেরই নিজেদের সংগঠন নবাবগঞ্জ রিক্সা ভ্যান চালক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন। প্রায় ১১০০  রিক্সা ও ভ্যান চালক শ্রমিক অংশ গ্রহন করেন এ বনভোজনে। বন ভোজন হয়ে উঠে শ্রমিকদের মিলন মেলা। বনভোজনে আয়োজনের কোন কমতি ছিলনা। ছিল র‌্যাফেলড্রো, উন্নত খাবারের ব্যবস্থা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীদের সাথে নেচে গেয়ে আনন্দ করেন শ্রমিকরা। বনভোজনে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জন প্রতিনিধি, আওয়ামীলীগের নেতাকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির উপস্থিতি তাদের আনন্দকে আরো বেগমান করে।

25