বাংলাদেশ

গাইবান্ধায় মিথ্যা মামলা হতে ফরিদুলকে অব্যাহতির দাবিতে মানববন্ধন

অফিস   গাইবান্ধা

১২ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

মিথ্যা মামলা হতে নির্দোষ ফরিদুল ইসলামকে অব্যাহতি প্রদানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের আগউলিপুর গ্রামের সচেতন এলাকাবাসী  জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরিদুলের মেয়ে নিশাত তাসনিম, জামাতা শাহারুল ইসলাম, এলাকাবাসী শাহ আলম প্রমুখ।  এসময় আত্মীয়স্বজনসহ ওই এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমার পিতা একজন গরীব চাষী। কৃষি কাজ করিয়া অতিকষ্টে আমরা জীবিকা নির্বাহ করি। এমরান আকন্দ হত্যা ঘটনার সহিত আমার পিতা কোনভাবেই জড়িত নয়। আমার পিতা সম্পূর্ণ নির্দোষ। মামলার বাদী আব্দুল লতিফ আকন্দের সহিত আমাদের পরিবারের জমিজমা লইয়া বিরোধ আছে। সেই বিরোধের সূত্র ধরিয়া আমার পিতা ফরিদুল ইসলামকে হয়রানী ও শায়েস্তা করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে নীড়িহ মানুষকে আসামী করে হয়রানী করার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমি মামলার তদন্তকারী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাই যে, ঘটনার সুষ্ট তদন্ত করা হোক। অবিলম্বে সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক এবং আমার নির্দোষ পিতাকে মামলা থেকে অব্যহতি প্রদান করা হোক। বক্তারা আরো বলেন, সাংবাদিক ভাইয়েরাও অনুসন্ধান করেন। তদন্তকারী কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি অবিলম্বে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে গ্রেফতার করা হোক এবং নির্দোষ ফরিদুলকে মামলা থেকে অব্যহতি দেওয়া হোক। অন্যথায় এলাকাবাসী ফরিদুলকে বাঁচাতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 
 

13