বাংলাদেশ

নবাবগঞ্জে আরও ১১ টি ভুমি ও গৃহহীন পরিবার পেলেন জমি সহ ঘর

প্রতিনিধি নবাবগঞ্জ   দিনাজপুর

১১ জুন ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ভুমি ও গৃহহীন আরও ১১টি পরিবার পেলেন সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি সহ বাড়ী। মঙ্গলবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলা সহ দেশব্যাপি ভুমি ও গৃহহীন পরিবারেন মাঝে জমির মালিকানা দলিলসহ বাড়ী হস্তান্তরের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স প্রদর্শন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরে উপজেলার ১১ টি ভুমি ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ নুর-এ- আলম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

21