বাংলাদেশ

লিচুর রাজধানীতেও চড়া দামে বিক্রি হচ্ছে লিচু 

সোহানুজ্জামান সোহান, ঘোড়াঘাট   দিনাজপুর

৩১ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

লিচুর রাজধানী দিনাজপুর। আর এই দিনাজপুরের ঘোড়াঘাটের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হতে শুরু করেছে চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু। প্রচণ্ড গরমে লিচুর চাহিদা যেমন আছে ঠিক পাল্লা দিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে এই মৌসুমী ফল। এবার দাম বেশি পাওয়ায় চাষীরা খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও বাগানে সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় লিচু। অনেক জায়গায় দেখা যায় পাখিতে যাতে লিচু নষ্ট করতে না পারে সে জন্য গাছের সঙ্গে টিন, জাল টাঙিয়ে রক্ষা করার চেষ্টা করছেন বাগান মালিকেরা। লিচু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন মোকামে লিচু পাঠানো নিয়ে তাঁরা এখন ব্যস্ত সময় পার করছেন। যদিও অনেক বাগান মালিক লিচুবাগান আগেই বিক্রি করে দিয়েছেন। উপজেলার রাণীগঞ্জ বাজারে লিচু কিনতে আসা লোহারবন্দ গ্রামের আশিকুর রহমান বলেন, পরিবারের জন্যে লিচু কিনতে আসছি, কিন্তু লিচুর যা দাম তাতে মনে হয়না লিচু কিনতে পারবো । তিনি জানান, ১শ লিচু প্রকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা। বলগাড়ী বাজারেও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিক্রেতা ও ক্রেতারা। শাহপাড়া গ্রামের ক্রেতা আরিফুল ইসলাম বলেন, দাম বেশি হলেও থেমে নেই লিচু কেনা। কারণ হিসাবে উল্লেখ্য করেন, পরিবারের মুখে রসালো এই মৌসুমী ফল তুলে দেওয়ার পাশাপাশি আত্মীয়স্বজনের বাড়িতে সাধ্যমতো পাঠানো। ওসমানপুর বাজারের খুচরা লিচু বিক্রেতা আনোয়ার বলেন, এখন লিচুর অনেক দাম। বেশি দামে লিচু কিনে, বেশি দামে দামে বিক্রি করতে হচ্ছে।

উল্লেখ্য, প্রতি ১শ বেদানা লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা যা গতবছরের তুলনায় ১০০ টাকা বেশি। বোম্বাই ও মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা যা গতবছরের তুলনায় শ' প্রতি ৫০ টাকা বেশি। চায়না-থ্রি প্রকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা। একটু বড় সাইজ চায়না থ্রি শ' প্রতি ৯০০ টাকা যা গতবছর ছিল ৬০০ টাকা। 

47