বাংলাদেশ

পীরগঞ্জে রিমেলের তান্ডবে উঠতি ফসল ১০ লাখ টাকা মুল্যের কলার ক্ষতি

প্রতিনিধি পীরগঞ্জ   রংপুর

৩১ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে উপজেলার চতরা ইউনিয়নের কাটাদুয়ার গ্রামে রিমেলের তান্ডবে উঠতি ফসল কলার ক্ষেতগুলো তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানায়, এতে তাদের উঠতি ফসল বিশ একরেরও বেশি কলার ১০ লক্ষৈাধিক টচাকার ক্ষতি হয়েছে। এদের ক্ষতি পুৃষিয়ে দিতে ইতিমধ্যে উপজেলা কৃষি বিভাগ জরীপ শুরু করেছে। উপজেলা কুষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান জানান,কৃষকদের প্রনোদনা দিয়ে ওইসব জমিতে ভিন্ন ফসল আবাদে সহযোগিতা করা হবে। সরেজমিন গিয়ে দেখা যায়,উক্ত গ্রামের কমর উদ্দিনের ছেলে শাহারুল ইসলামের ৫ একর,মৃত সামছুল এর ছেলে সোজরাব হোসেনের ৫০ শতক,হামিদুর রহমানের ১ হাজার কলাগাছ,শুকুর উদ্দিনের ছেলে সাগর মিয়ার ২ বিঘা,আব্দুল হামিদের ছেলে শামীম মিয়ার ৫ বিঘাসহ আশপাশের এলাকার ২০ জনেরও বেশি কৃষকের ২৫ বিঘা জামির কলাক্ষেত তছনছ হয়ে গেছে। কলা ছাড়াও অন্যান্য শব্জী পটল,বেগুন করলা ফসলের ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। গত বছরও একই সময়ে তাদের কলা ক্ষেতের ক্ষতি হয়েছিল। কিন্তু তা তুলনামুলক কম। এ বছর ক্ষতির পরিমান অনেক বেশি। কলাচাষী শামীম মাস্টার জানান,তার ৫ বিঘা কলা প্রতি’শ ৫০ হাজার টাকা হিসেবে বিক্রি হয়েছিল। ইতিমধ্যে শতাধিক কলা কেটেও নিয়ে গেছে। অথচ রিমেলের কান্ডবে বাকি কলা গুলো মাটির সাথে মিশে গেছে। এ অবস্থায় তার মাথায় হাত পড়েছে। অন্যান্য কৃষকদেরও একই অবস্থা।    
 

25