বাংলাদেশ

বেরোবিতে ইউনিভার্সাল হেল্প হাবের শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক   রংপুর

৩১ জানুয়ারী ২০২৪


| ছবি: 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইউনিভার্সাল হেল্প হাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেটিয়ার দ্বিতীয় তলায়  ইউনিভার্সাল হেল্প হাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক  মুজাহিদুল ইসলাম নৈশপ্রহরীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ইউনিভার্সাল হেল্প হাবের সদস্য মোঃ সাব্বির আহমেদ চৌধুরী, সারোয়ার আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  
প্রতিষ্ঠাতা পরিচালক বলেন,বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীরা আমাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তারা এই বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা দেয় এই শীতের মধ্যে তাদের পাশে আমাদের  আরও আগে দাঁড়ানো উচিত ছিল। তারাই আমাদের সেবা প্রদান করে থাকেন। এক্ষেত্রে প্রত্যেকেরই তাদেরকে সেবা দেয়ার মানসিকতা রাখতে হবে।শীতের কারণে বাড়ছে ঠাণ্ডজনিত রোগ-ব্যাধি,প্রচণ্ড শীতের মধ্যে রাতের বেলা দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা অনেক কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করছি। ইউনিভার্সাল হেল্প হাব দেশের বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ সংগঠনটির মূল উদ্দেশ্য। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও খাদ্যসামগ্রী, ইফতার, শীতবস্ত্র, কোরবানির মাংস বিতরণ করেছে তারা। মহামারি করোনার ভয়াবহ প্রকোপেও থেমে থাকেনি তাদের এই সহায়তা কর্মযজ্ঞ।
উল্লেখ্য, ইউনিভার্সাল হেল্প হাব ২০১৬ সালের ২১ নভেম্বর থেকে শুরু হয় সংগঠনটির অগ্রযাত্রা।

19