বাংলাদেশ

ঘোড়াঘাটে নিরাপদ মাতৃত্ব দিবস ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোহানুজ্জামান সোহান, ঘোড়াঘাট   দিনাজপুর

২৯ মে ২০২৪


| ছবি: প্রতিনিধিঃ

ঘোড়াঘাটে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান'। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তীকালে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো নিরাপদ মাতৃত্ব। বুধবার (২৯) মে সকাল ১০ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল ইসলাম সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প.প. কর্মকর্তা আহম্মদ ইশা, এমওডিসি ডাক্তার আহসান হাবিব, হেলথ ইন্সপেক্টর বিমল চন্দ্র চক্রবর্তী, পিআই টেকনিশিয়ান আজিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার রোনাল্ড গোমেজ ও সাংবাদিক শফিকুল ইসলাম। একই দিন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন আহমেদ খান এর সভাপতিত্বে বেলা ১২ টায় একই সভা কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), ওসমানপুর টিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিট ঘোড়াঘাট এবং এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এর সহযোগিতায় এই অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 

35