বাংলাদেশ

হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ  উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   রংপুর

১৪ ফেব্রুয়ারি ২০২৪


| ছবি: 

‘হাইওয়ে পুলিশের অঙ্গীকার,নিড়াপদ সড়ক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনে গত মঙ্গলবার রংপুরের তারাগঞ্জে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ  ১৩-১৯ উদযাপিত। সড়কে যান চলাচলে সাধারণ জনগণ যানবাহনের চালক ও মালিককে আইন সম্পর্কে  সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ ও পরামর্শ দেন পুলিশের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান শরীফুল ইসলাম, এসআই খোরশেদ আলম, পাগলাপীর কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি শাহজাহান সিরাজ বাদশা। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, স্থানীয় গণ্যমান্য প্রমুখ।

23